কিছু মানুষকে মশা কখনোই কামড়ায় না
আপনি যদি কোনও এক গ্রীষ্মের রাতে বাইরে থাকাকালীন সময়ে নিজের হাতে তালি মারা ছাড়া ঘুমুতে পারেন তাহলে বুঝে নিবেন মশার কামড়ে আপনি ততক্ষণে শেষ হয়ে গেছেন। এছাড়া আর যেটা হতে পারে তা হলো উড়ন্ত এই পতঙ্গগুলো আপনাকে ভালোবেসে কামড়ায় না। মজার বিষয়টি হলো কিছু মানুষ আছে যাদেরকে সত্যিই মশা কামড়ায় না। জার্মানির ভ্যাঙ্কুবারে অনুষ্ঠিত গত বুধবারের টেড টকে মাইক্রোবাইয়াল ইকোলজিস্ট রব নাইট ব্যাখ্যা করেন কেন কিছু লোককে মশারা কামড়ায় না। তিনি বলেন, আমাদের ত্বকে থাকা ব্যাকটেরিয়া কিংবা জীবাণু শরীরে এমন সব রাসায়নিক...
Posted Under : Health News
Viewed#: 57
আরও দেখুন.

